বিয়ের মরশুম শেষের পথে। গত বছর এবং এই বছরের শুরুতে, বিনোদন জগতে অনেক তারকার বিয়ে হয়েছে। কেউ কেউ আগে থেকেই ঘোষণা করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেছেন, যা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। আবার কেউ কেউ গোপনে তাদের প্রিয়জনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
জি বাংলার ( ZeeBangla ) এক জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও তিনি বেশ কিছুদিন ধরে ধারাবাহিকে অনুপস্থিত, তবুও তাঁর ভক্তদের মধ্যে এই খবরটি আনন্দের ঢেউ তুলেছে।
গতকাল চুপিসারে বিয়ের পর্ব সেরেছেন অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় ( Social Media ) তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে অর্কজ্যোতি এবং তার স্ত্রীকে হাসিমুখে দেখা যাচ্ছে। অর্কজ্যোতির এক বান্ধবী ছবিগুলি শেয়ার করে তাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
জি বাংলার ‘আনন্দী’ সিরিয়ালে অর্কজ্যোতি ‘রকেট’ নামক খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, কিন্তু সম্প্রতি তাঁকে আর এই সিরিয়ালে দেখা যাচ্ছে না। তবে, তিনি অন্যান্য সিরিয়ালে অভিনয় করছেন।
সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-তে খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে অর্কজ্যোতিকে। এই ধারাবাহিকে ‘রেয়ান’ চরিত্রে অভিনয় করছেন তিনি। পায়েল দে-র বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করছেন অর্কজ্যোতি। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ দিন পর পর্দায় ফিরে এসেছে বেহুলা লখিন্দরের জুটি।