ছোট পর্দায় ফিরছেন মহানায়ক দেব, সাথে রুবেল এবং মোহনা

ছোট পর্দার একটি প্রোমোতে সুপারস্টার দেবকে দেখে রীতিমতো হতবাক দর্শকেরা। জানা গেছে, একটি জনপ্রিয় বাংলা চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে রুবেল দাস এবং আরাত্রিকা মাইতিকে। ধারাবাহিকের প্রোমোতে রুবেলের কাঁধে হাত রেখে উপস্থিত হয়েছেন দেব।

ছোট পর্দায় ফিরছেন মহানায়ক দেব, সাথে রুবেল এবং মোহনা

এই ধারাবাহিকটি আগামী দশ মাস একটি বিশেষ চ্যানেলে সন্ধ্যায় দেখানো হবে। তাহলে দেবের চমকটি কোথায়? ‘তুই আমার হিরো’র প্রোমোতে সুপারস্টার দেব কেন এসেছেন? তাহলে কি সংসদ সদস্য-অভিনেতা এই সিরিয়ালে অভিনয় করবেন? সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যায়, দেব দরজা খুলে ভেতরে আসছেন।

তিনি বলছেন, ‘দীপক থেকে দেব হওয়ার জার্নিটা এত সহজ ছিল না।’ এরপর দেবের মুখ দেখা যায়। তিনি বলেন, ‘স্বপ্নভঙ্গ, ব্যর্থতা, একের পর এক পরীক্ষা, তবুও আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, কখনো হার মানবো না। এই জেদই হয়তো একদিন সবকিছু পরিবর্তন করে দিয়েছে। আর আপনারা বলেছেন, ‘তুই আমার হিরো’।”

নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’-র প্রচারের জন্য অভিনেতা দেব হাজির ছিলেন। সেখানে রুবেল দাসের চরিত্র ‘শাক্যজিৎ’-এর সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন দেব। তিনি বলেন, ‘সুপারস্টার শাক্যজিতের গল্পটা যেন ঠিক আমারই মতো’। এরপর রুবেলের সঙ্গে দেখা যায় নায়িকা মোহনা মাইতিকে। অর্থাৎ, এই ধারাবাহিকের প্রচারেই দেখা মিলল সুপারস্টার দেবের। নায়ক-নায়িকার প্রেমকাহিনি নিয়ে আসছে ‘তুই আমার হিরো’।

Leave a Comment